মুজাহিদুল ইসলাম: সাতক্ষীরার কলারোয়ায় কৃষি ব্যাংকে ব্যাংকার-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) ব্যাংকটির কলারোয়া শাখার ব্যাবস্থাপক মুহাম্মদ আলমগীর হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা বিভাগীয় মহাব্যবস্থাপক মুহাম্মদ মাজহারুল ইসলাম।
তিনি বলেন, গ্রাহকেরা ব্যাংকের প্রাণ। কৃষকদের প্রাণ হলো কৃষি ব্যাংক। শুধুমাত্র ব্যাংক আর গ্রাহকদের সমন্বয়ের মাধ্যমে কৃষি ব্যাংক এখন দেশের প্রথম শ্রেণির ব্যাংকে পরিণত হয়েছে। দেশের কৃষকদের ব্যাংকটি সার্বিক সহযোগিতা করছে ১৯৭৩ সাল থেকে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মো. আবু হাশেম মিয়া, মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক সাতক্ষীরা মো. রিয়াজুল ইসলাম, লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম।
এসময় ব্যাংকের কর্মকর্তা মো.রবিউল ইসলাম, মনিরুল ইসলাম, আসমা খাতুন, মোতাসিম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]