কলারোয়ার বেত্রবতী নদীতে গত ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে একই দিনে পৌর সদরের তিনটি ব্রিজ ও সেতু ধসে ভেঙ্গে যায়।
উপজেলা সদরের প্রাণকেন্দ্র গরুহাট মোড় এলাকায় বেত্রাবতী নদীতে সর্বাধিক জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বেইলি ব্রিজ ভেঙ্গে যাওয়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে।
এমনই অবস্থায় সেখানে আরেকটি লোহার বেইলি ব্রিজ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে মাগুরা থেকে সরঞ্জামাদি ট্র্যাকযোগে শনিবার বিকেলে গরুহাট মোড় এলাকায় এসে পৌঁছেছে।
অচিরেই সেখানে আরেকটি লোহার বেইলি ব্রিজ স্থাপন করা হবে বলে জানা গেছে।
সেসময় সেখানে উপস্থিত সাংস্কৃতিক কর্মী জিএম সালাউদ্দিন জানান, পৌর জামায়াতের সাবেক আমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমেদ আলি ও উপজেলা জামায়াতের বর্তমান আমির মাওলানা কামরুজ্জামানের প্রচেষ্টায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা বিকল্প বেইলি ব্রিজ স্থাপন করবেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]