দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২৩' পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় দিবসটি পালনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র্যালিটি উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) কৃষ্ণা রায়।
সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সহকারী কমিশনার( ভূমি) রিফাতুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, সেনেটারী ইন্সপেক্টর শুভেন্দু শেখর সাহা কাজল, ইউএনও অফিসের বেনজির আহমেদ, উদ্যোক্তা আছিয়া খাতুন, সহকারী কর আদায়কারী মাহফুজুর রহমান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। বক্তারা, নাগরিক অধিকার সুরক্ষার জন্য ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের উপর গুরুত্ব আরোপ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]