কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্যোগে দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আগুন নেভানোর কৌশল ও তাৎক্ষণিক করণীয় বিষয়ে সচেতনা মুলক মহড়া ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
(৫ মার্চ) মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিসের সদস্যরা এ মহড়ার প্রশিক্ষণ প্রদান করে। উপজেলা ফায়ার সার্ভিসের লিডার হুমায়ূন নেতৃত্বে এ মহড়া পরিচালনা করা হয়।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গাজী মতিয়ার রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপুল কুমার বিশ্বাসসহ সকল সহকারী শিক্ষক,ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। ওই সময় ফায়ার সার্ভিসের সদস্যরা হাতে কলমে শিক্ষা ও শিক্ষার্থীদের আগুন নেভানোর কৌশল শেখান ও নাম্বার প্রদান করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]