 
     সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আওয়ার নিউজ বিডি’র সহযোগী সংবাদ মাধ্যম কলারোয়া নিউজের সহকারি সম্পাদক দেবাশীষ চক্রবর্ত্তীর পরিবার জলাবদ্ধতার শিকার হয়েছেন। প্রবল বর্ষনে পানের বরজ, ঘাসের জমি, পাটের জমি ছাঁপিয়ে বাড়ির উঠান ছুঁই ছুঁই করছে পানি।
সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আওয়ার নিউজ বিডি’র সহযোগী সংবাদ মাধ্যম কলারোয়া নিউজের সহকারি সম্পাদক দেবাশীষ চক্রবর্ত্তীর পরিবার জলাবদ্ধতার শিকার হয়েছেন। প্রবল বর্ষনে পানের বরজ, ঘাসের জমি, পাটের জমি ছাঁপিয়ে বাড়ির উঠান ছুঁই ছুঁই করছে পানি।
পানি নিস্কাশনের কালভার্টটি বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতার কারণ। দীর্ঘদিন কালভার্টের মুখে গোয়ালের ময়লার পাইপ দেয়ায় আস্তে আস্তে সেটি ভরাট হয়ে এখন পানি অপসারণের অনুপযোগী হয়ে পড়েছে। শত চেষ্টাও সেটি পরিস্কার সম্ভব হয়নি।
এমতবস্থায় পার্শ্ববর্তী তার জমিতে লাগানো ঘাস মরে গেছে, পানের বরজ ধুক ধুক করছে, পাট কাটতে পারছে না পানির কারণে। ধান রোপন করতে পারবেন কিনা সেটাও অনিশ্চিত।
বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে তার বাড়ির আঙ্গিনায় থাকা ৪ বিঘা জমি অনাবাদি হয়ে পড়েছে।
জলাবদ্ধতা নিরসনে স্থানীয় নেতৃবৃন্দদের সাথে সমাধানের বিষয়ে কথা বলে সমাধানের আশ্বাস দিলেও এখনো সমাধান মেলেনি।
স্থানীয় প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেছেন তিনি।

প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]