কলারোয়া প্রতিনিধি: কলারোয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কলারোয়া পশুহাট মোড় এলাকায় সংগঠনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ সেলিম হোসেন।
সভায় সর্বসম্মতিক্রমে কলারোয়া উপজেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটির নেতৃবৃন্দ হলেন: সভাপতি শেখ সেলিম হোসেন, সহ-সভাপতি শাহাদাত ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, কোষাধ্যক্ষ তৌহিদুর রহমান শিপন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান, প্রচার সম্পাদক সবুজ হোসেন, ক্রীড়া সম্পাদক তুহিনুর রহমান, নির্বাহী সদস্য: আমিরুল ইসলাম, হাফিজুর রহমান ও আলি হোসেন।
এ সময় কলারোয়া বাজারের পরিবেশক ব্যবসায়ীসহ সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : kalaroanews33@gmail.com