কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে নবীন বরন ও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) বেলা ১২ টায় বিদ্যালয়ের হলরুমে বই উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে নবীন ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত শেখ তামিম আজাদ মেরিন বলেন, নতুন বইগুলো শিক্ষার্থীদের জ্ঞানার্জনে সহায়ক হবে এবং উন্নত ভবিষ্যতের জন্য তাদের কর্মোদ্যোগী হিসেবে গড়ে তুলবে।
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা মানুষের জীবনের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতেই একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে পারবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সিনিয়র শিক্ষক শফিউল আজম, মাওলানা আক্তারুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আকরাম হোসেন, আব্দুর রব মাসুম, মোস্তাফিজুর রহমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ স্কুলের সকল শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও অবিভাবকবৃন্দ।
পরে নবাগত ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মনিরুজ্জামানসহ শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন।
এদিকে, উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়েও নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]