দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে কার্যনির্বাহী কমিটির শেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ২৭ জানুয়ারী) সন্ধ্যায় ইনস্টিটিউটের নিজস্ব কার্যালয়ে ৩ বছর মেয়াদের শেষ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সভাপতি শেখ সহিদুল ইসলাম। কমিটির(কপাই) সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজার পরিচালনায় সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সহ সভাপতি পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, যুগ্ম সাধারন সম্পাদক প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কর্মকর্তা প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, প্রধান শিক্ষিকা তহমিনা পারভীন লিলি, প্রভাষক সাহাদাৎ হোসেন, সহিদুল ইসলাম বাবু, আবু তাহের মোল্যা, মিয়া ফারুক হোসেন স্বপন, শাহাদাৎ হোসেন শ্যামল, শিক্ষক অনুপ কুমার ঘোষ, অফিস সহকারী নিয়াজ খান। সভায় সর্বসম্মতিক্রমে গঠিত নির্বাচন পরিচালনা-২৪'র ৩ সদস্য বিশিষ্ঠ কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সদস্য সচিব প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ ও সদস্য মাস্টার হুমায়ুন কবিরের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের ৩ বছর মেয়াদি কমিটির শেষ সভায় পূর্বের সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন, নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বভার অর্পন, ২০২১-২২ ও ২৩ অর্থ বছরের আয়-ব্যয় অডিট পর্যালোচনা ও অনুমোদন এবং আগামী ২৩'জুন পর্যন্ত মাসিক চাঁদা প্রদান পূর্বক ভোটার তালিকায় অন্তর্ভূক্ত প্রসঙ্গে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]