দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া পৌরসভায় মশক নিধন অভিযান কার্যক্রম শুরু করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে কলারোয়া পৌর সভার সার্বিক সহযোগীতায় বৃহস্পতিবার( ৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মশক নিধন কার্যক্রম শুরু করা হয়।
"আতঙ্ক নই, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের উপায়" এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ সহ পৌরসভাধীন সড়কের পার্শ্বের ড্রেনে ও আবর্জনাযুক্ত স্থানে ফগার মেশিনে অ্যাডাল্টিসাইড ও লার্ভিসাইডের সঙ্গে কেরাসিন মিশিয়ে ওষুধ ছিটানো হয়। মশক নিধন অভিযান কার্যক্রমে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) রুলী বিশ্বাস, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সহকারী কমিশনার( ভূমি) রিফাতুল ইসলাম, পৌর কাউন্সিলর জি,এম শফিকুল ইসলাম, ফারহানা হোসেন সহ অন্যান্য কাউন্সিলরগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সূধিবৃন্দ। উল্লেখ্য, অ্যাডাল্টিসাইড ও লার্ভিসাইডের সঙ্গে কেরাসিন মিশিয়ে ফগার মেশিনে প্রয়োগ করে ওষুধ ছিটিয়ে মশক নিধন( লার্ভার মৃত্যু) অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]