কলারোয়া পৌর সভাধীন এলাকায় বেওয়ারিশ কুকুরকে জলাতংক রোগ প্রতিষেধক টিকা(ভ্যাক্সিন) প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।
সোমবার(১৩ ফেব্রুয়ারী) সকাল থেকে পৌর সভার বিভিন্ন এলাকায় বে- অরেশ কুকুরকে ওই জলাতংক প্রতিষেধক টিকা প্রদান করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে প্রাণিসম্পদ অধিদপ্তর ও স্থানীয় সরকার বিভাগের পরিচালিত ভ্যাকসিন প্রদান কার্যক্রমে স্বাস্থ্য কর্মীরা ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছেন।
এ ব্যাপারে, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল জানান, পৌর এরাকায় দিন দিন বে-অরেশ কুকুরের সংখ্যা বৃদ্ধি চলেছে। সাধারণ মানুষ পৌর বাজার সহ বিভিন্ন এলাকায় কুকুর আতংকে ভুগছিলেন। সেজন্য পৌর এলাকার জনগনকে জলাতংক রোগের প্রতিষেধক হিসাবে কুকুরকে (ভ্যাকসিন) টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি আরো জানান, পৌর এলাকায় কুকুরের ভ্যকসিন প্রয়োগ কার্যক্রম শেষ হলে সে সকল কুকুরের শরীরে লাল রং এ চিহ্নিত করে জনগণকে আতংক মুক্ত করা হবে। এ দিকে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেওয়ারিশ কুকুরকে জলাতংক রোগের প্রতিষেধক টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]