কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবে মেতে উঠলো ক্ষুদে কোমলমতি শিক্ষার্থীরা।
নতুন বছরের প্রথমদিন ১ জানুয়ারী রবিবার নতুন বইয়ের গন্ধে উচ্ছ্বাস প্রকাশ করে তারা। এদিন সকালে বিদ্যালয় চত্বরে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে তুলে দেয়া পাঠ্যপুস্তক।
কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোকনুজ্জামান ও পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম।
প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, সুুধিজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]