প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ৪:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২, ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ
কলারোয়া প্রেসক্লাবে জরুরি সভা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় প্রেসক্লাবের নিজস্ব ভবনে আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গত ১ ফেব্রুয়ারি সাতক্ষীরার দৈনিক সাতনদী পত্রিকায় প্রকাশিত সংবাদে একটি স্থানে প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জুর নামে অনভিপ্রেত সংবাদ প্রকাশ করায় সর্বসম্মতিক্রমে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। নিন্দা প্রস্তাবটি রেজুলেশন আকারে লিপিবদ্ধ হয়। প্রেসক্লাব আহবায়ক এর কোনো বক্তব্য ছাড়াই অসত্য সংবাদ প্রকাশ করায় প্রেসক্লাবের সদস্যবৃন্দ তীব্র ক্ষোভ ও নিন্দা জানান।
তারা বলেন, কলারোয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ স্বাধীনভাবে নিজ নিজ পত্রিকায় সংবাদ পরিবেশন করেন। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে প্রেসক্লাবের আহবায়ক বা অন্য কোনো কর্মকর্তা কোনো প্রভাব বিস্তার করেননি বা করেন না। কলারোয়া প্রেসক্লাব মুক্ত সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। এই বিশ্বাস অন্তরে ধারণ করেই প্রেসক্লাবের সংবাদকর্মীগণ প্রতিদিনের সংবাদ নিজেদের মতো করে পরিবেশন করে থাকেন। আহবায়কের নামে আনীত অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে সাংবাদিকগণ মত প্রকাশ করেন।
সভায় স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এম এ সাজেদ।
সভায় আলোচনা করেন- আহবায়ক কমিটির সদস্য শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আব্দুর রহমান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, প্রভাষক সাইফুল ইসলাম, বি এম পলাশ, মনিরুল ইসলাম মনি, সুজাউল হক, দেলোয়ার হোসেন প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]
Copyright © 2025 কলারোয়া নিউজ. All rights reserved.