কলারোয়া প্রতিনিধি কলারোয়ায় সংবাদ সম্মেলনে বাড়িতে অনধিকার প্রবেশ করে নির্মাণাধীন ঘরের সেন্টারিং ক্ষতিগ্রস্ত করে প্রতিপক্ষের বিরুদ্ধে ৪লক্ষ টাকা ক্ষতিসাধনের অভিযোগ করা হয়েছে।
সোমবার (৫ মে) বিকেলে কলারোয়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলার বামনখালি গ্রামের মৃত পশুপতি ঘোষের পুত্র বাসুদেব ঘোষ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, একই গ্রামের মৃত অবনি ঘোষের পুত্র বিশ্বজিৎ ঘোষ, মৃত মিল্লাল কান্তি ঘোষের পুত্র
মনিষ ঘোষ এবং মৃত উপেন্দ্রনাথ ঘোষের পুত্র শিব বাবু ঘোষ এলাকার হিংস্র, সন্ত্রাসী, ভূমিলোভী ও কথিত খারাপ প্রকৃতির লোক। প্রতিবেশী ওই ব্যক্তিরা আমার সাথে খুটি নাটি বিষয় এবং জমি জমার বিষয় নিয়ে বিরোধসহ শত্রুতা করে আসছে। আমাকে সহ আমার পরিবারের সদস্যদের মারপিট ও ক্ষয়ক্ষতি করবে মর্মে সর্বত্র প্রচার করে বেড়ায়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, "গত ইং ০৩/০৫/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ২টার সময় আমার বসত বাড়িতে আমার নির্মানাধীন বাড়ির ছাদের ঢালাই কাজ চলাকালে বিবাদীগণ পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে লাঠিশোটা নিয়ে আমার বাড়ির মধ্যে অনধিকার প্রবেশ করিয়া অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং আমার নির্মানধীন বাড়ির ছাদের ঢালাইয়ের কাজ চলাকালীন সময়ে ছাদের সেন্টারিং এর বাঁশ খুঁটিসহ তক্তা ভাংচুর করে, ফলে আমার সদ্য ঢালাইকৃত ছাদ হেলে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে অনুমান ৪লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। আমি বাধা প্রদান করিতে গেলে বিবাদীগণ আমাকে বেধড়ক মারপিট করিয়া প্রকাশ্যে খুন জখমের হুমকি প্রদান করে চলে যায়। যার একাধিক স্বাক্ষী প্রমাণ রয়েছে।"
বিষয়টি নিয়ে কলারোয়া থানায় অভিযোগ এবং জিডি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে তিনি জানান। যার জিডি নং ২৩৪, তারিখ ০৫/০৫/২০২৫ইং। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]