কলারোয়া প্রতিনিধি: কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ক্লাবের নিজস্ব ভবনে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বাবু সুভাষ চন্দ্র ঘোষ ক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
এসময় স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রাশেদুর রহমান খান চৌধুরী ও শেখ আবু আজাদ।
নির্বাচনে সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আব্দুর রশিদ কচি সভাপতি ও মীর রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি হরেন্দ্রনাথ রায়, সহ-সভাপতি শেখ জামিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আহম্মদ, সহ-সাধারণ সম্পাদক রজিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান (জিল্লু), ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, সমাজকল্যাণ সম্পাদক ফজলুল হক লাকু, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক মোস্তফা অহিজ্জামান অহিদ, কোষাধ্যক্ষ হবিবর রহমান, দপ্তর সম্পাদক রবিউল হাসান এবং নির্বাহী সদস্য বেনজীর আহমেদ, আশরাফ হোসেন, রেজাউল ইসলাম, হেলাল হক ও আতাহার আলী।
আগামী ২২ ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যা ৭ টায় ক্লাবের নিজস্ব ভবনে নব নির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান হচ্ছে বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]