জাহাঙ্গীর হোসেন: কলারোয়া তরকারি বাজার সংলগ্ন বেত্রবতী নদীর উপর কাঠের ব্রীজ পুন:নির্মাণ করেছে কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতি। কলারোয়া কাঁচা বাজার ও মুরারীকাটির সংযোগ স্থাপন করেছে মানুষের হেটে পারাপারের এই ব্রীজটি।
জানা গেছে, বহু বছর ধরে প্রতিদিন বাঁশ ও কাঠের তৈরি ওই সাঁকো দিয়ে বেত্রবতী নদী পারাপার করেন ২/৩ হাজার মানুষ। জনগুরুত্বপূর্ণ ওই ব্রীজটি চলতি বছরের বর্ষার শুরুতে অতিরিক্ত পানির চাপ ও শেওলার চাপে ভেঙে যায়। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়। হালকা যানবাহন ও মানুষ চলাচলের ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় নদীর এপার-ওপারে পৌছাতে প্রায় ২ কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হচ্ছিলো। এছাড়াও যোগাযোগ বাঁধাগ্রস্থ হয়ে পড়ে পৌরসভার ২টি ওয়ার্ড ও ৪টি ইউনিয়নের সাথে উপজেলা বা পৌরসদরের। এতে পাকা ব্রিজের মুখে ও বাজারের মধ্যে যানজটের সৃষ্টিও হচ্ছিলো। এছাড়া নানান সমস্যাও দেখা দিতে শুরু করে। এমনই অবস্থায় কলারোয়া উপজেলা প্রশাসনের আশ্বাসে আবারো বাঁশ-কাঠের ব্রীজ বা সাঁকো নির্মাণের কাজ শুরু করে কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতি। প্রায় ১লাখ টাকা খরচে পুন:নির্মাণ করা হয় জনগুরুত্বপূর্ণ ওই ব্রিজ বা সাঁকোটি। এতে মানুষের ভোগান্তি কমার পাশাপাশি উপকৃত হচ্ছে ঐতিহ্যবাহী টালি শিল্পের সঙ্গে জড়িত ব্যাবসায়ীরাও।
মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) বিকালে পুন:নির্মিত ব্রীজটি সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, আজহারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এসএম খালিদ, যুবদল নেতা লিটন, জয়নাল, বাবুসহ আরো অনেকে।
স্থানীয়রা ভবিষ্যতে ওই স্থানে স্থায়ী বেইলি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]