শেখ জিল্লু, কলারোয়া: কলারোয়া বাজার এখন শীতকালীন সবজিতে ভরপুর। দাম চড়া হলেও কিছু সবজি মানুষের নাগালের মধ্যে রয়েছে। তবে দাপট এখনো অব্যাহত রয়েছে পেঁয়াজ, আলু, রসুন ও টমেটোর দামে। বাজারে নতুন আলু আসা শুরু করলেও দাম কমার কোনো লক্ষণ পরিকল্পিত হয়নি।
মঙ্গলবার সন্ধ্যায় কলারোয়া পৌরশহরের প্রধান সবজি বাজারে যেয়ে দেখা যায়, শীতের নতুন সতেজ সবজির পসরা সাজিয়ে বসে আছেন দোকানিরা। বাহারি সবজি ক্রেতাসাধারণের নজর কাড়লেও দামের চোখরাঙানিতে মন কাড়তে পারছে না তাদের। তবে বাজারে পর্যাপ্ত সবজির জোগান থাকায় অনেক সবজিই এখন কিছুটা নাগালে রয়েছে ক্রেতাদের। ৫০ টাকা বা তার নিচেও মিলছে অনেক সবজি।
কলারোয়া সবজি বাজারের তারিক ও আব্দুল্লাহ জানান, পেঁয়াজ ১২০ টাকার বদলে এখন দেশি পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন আলু ১০০ টাকা থেকে নেমে এখন কেজিপ্রতি ৯০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে পুরনো আলু এখনো অপরিবর্তিত দর ৮০ টাকায় বিক্রি হচ্ছে। রসুন বিক্রি হচ্ছে ২২০, টমেটো ১৫০ টাকা ও পেঁয়াজের কালি ১৬০ কেজি দরে পাওয়া যাচ্ছে। কাঁচাঝাল বাড়া-কমার মধ্য দিয়ে চলার এক পর্যায়ে এখন ১০০ টাকায় থিতু হয়েছে। সম্প্রতি কলারোয়া কোল্ড স্টোরেজে টাস্কফোর্সের অভিযানে অতিরিক্ত আলু সংরক্ষণ করার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হলেও বাজারে আলুর দামের হেরফের হয়নি বলে জানা যায়।
সবজি ব্যবসায়ীরা জানান, কলারোয়া কোল্ড স্টোরেজের আলু স্থানীয় বাজারে আসে না। ওই আলু ট্রাকযোগে বাইরে চলে যায়। ফলে আলুর পর্যাপ্ততা না থাকায় দাম কমছে না বলে তারা মনে করেন। তবে আশার কথা হলো, অনেক সবজির দাম কিছুটা নেমে যাওয়ায় মানুষ মোটামুটি কিনতে পারছেন সেগুলো। বাজারে সুদৃশ্যমান ফুলকপি ৫০, চুপড়ে আলু ৮০, বেগুন ৬০, শিম ৬০ পটোল ৪০, ওলকপি ৫০ , ঢেড়শ ৫০, পাতাকপি ৪০, মুলা ৩০ টাকা দরে পাওয়া যাচ্ছে। লাউ, পালংশাক, লালশাকসহ আরও অনেক সবজির দাম কমতে শুরু করেছে। তবে ঊর্ধদামের আলু, পেঁয়াজ, রসুনের দাম না কমা পর্যন্ত সবজি বাজারে ক্রেতাসাধারণের স্বস্তি মিলছে না।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]