ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কলারোয়া বাসস্ট্যান্ড জামে মসজিদে পবিত্র সিরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার এশার নামাজের পর অনুষ্ঠিত ওই মাহফিলে অংশ নেন অসংখ্য মুসল্লি।
মসজিদ কমিটির সভাপতি ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ প্রফেসর আবু নসরের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন ঝাউডাঙ্গা কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল বারি।
দ্বিতীয় বক্তা ছিলেন কলারোয়া বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা লুৎফর রহমান ফারুকী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা আকবর আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাসুল (সা.) বিশ্বমানবতার মুক্তির দূত হিসেবে দুনিয়ায় প্রেরিত হয়েছিলেন। পবিত্র কালামে হাকীমে আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, ‘আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতরূপে প্রেরণ করেছি।’ তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য একমাত্র আল্লাহর দাসত্ব ও রাসুল (সা.) এর প্রদর্শিত আদর্শকে সর্বান্তকরণে গ্রহণ করতে হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]