কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মুখপাত্র, সাবেক ইউপি চেয়ারম্যান, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. রইছ উদ্দিন গুরুতর অসুস্থ হওয়ায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা রাতে তাকে ভর্তি করা হয়।
সেসময় বিএনপি নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
এর আগে দুপুরে সাতক্ষীরার কলারোয়ায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরার একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে তাৎক্ষণিক কিছু পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যার আগেই ঢাকায় প্রেরণ করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ঢাকা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে, বিএনপি নেতা অধ্যক্ষ রইছ উদ্দিনের সুস্থতায় কলারোয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]