দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া বি.এস.এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা-২৩' ফলাফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় স্কুলের হলরুমে ৮ম ও ৯ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।
স্কুল পরিচালনা কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য ওসমান গণির সভাপতিত্বে ও শিক্ষক-সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাবেক জিবি সদস্য সমাজ সেবক ফজলুর রহমান, জিবি সদস্য মাস্টার আব্দুল আলিম, মাস্টার আব্দুস সবুর, শিক্ষিকা নাসরিন আক্তার, ১০ম শ্রেণীতে উত্তীর্ণ মেধাবী ছাত্র আল মামুন স্বাধীন, ৯ম শ্রেণীতে উত্তীর্ণ মেধাবী ছাত্রী তামিন তাহারিন তুলনা।
এ সময় উপস্থিত ছিলেন জিবি সদস্য অভিভাবক আনোয়ার হোসেন, বাবুল আক্তার, জিবি সদস্য অভিভাবক সালমা খাতুন, সাবেক জিবি সদস্য গোলাম সরোয়ার, সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আব্দুর রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, স্বপন সরকার, আব্দুস সালাম, রফিকুল ইসলাম, শিক্ষিকা তহুরা খাতুন, শুভংকর মজুমদার, বিকাশ ঘোষ, বদরুজ্জামান বদরু, মেহেদী হাসান, অফিস স্টাফ সাহিদা খাতুন, লিমা খাতুন, মাসুদ হোসেনসহ অসংখ্য মা অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
সভা শেষে ৮ম ও ৯ম শ্রেণীতে অধ্যায়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা-২৩' ফলাফল ঘোষনা করা হয়।
প্রকাশিত ফলাফলে উভয় শ্রেণীতে উত্তীর্ণ ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে স্কুল ও অভিভাবকদের দেয়া পুরস্কার তুলে দেয়া হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]