কলারোয়া প্রতিনিধি: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন কারিকুলাম বাস্তবায়নে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(০৭ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল।
সহকারী শিক্ষক মশিউর রহমানের পরিচালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য গণপতি বিশ্বাস, রাধাপদ ঘোষ, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, নাছরিন সুলতানা, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, অভিভাবক ইমরান হোসেন, শামসুন্নাহার, তাপস বিশ্বাস প্রমুখ।
সমাবেশে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের করণীয় বিষয়ে নাতিদীর্ঘ আলোচনা করেন বক্তারা। অভিভাবক সমাবেশে শিক্ষকমন্ডলী ৯ নভেম্বর ২০২৩ তারিখ থেকে অনুষ্ঠিতব্য বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সময় যেন কোন শিক্ষার্থী অনুপস্থিত না থাকে সে ব্যাপারে অভিভাকমন্ডলীদের দৃষ্টি আকর্ষণ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : kalaroanews33@gmail.com