কামরুল হাসান: “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ"- এই প্রতিপাদ্য সামনে রেখে পাঠ্য পুস্তক দিবস ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ জানুয়ারি) শীতের কুয়াশামাখা সকালে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে নতুন বই হাতে পেল।
সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল এর সভাপতিত্বে এ বই বিতরণ উৎসব উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ডা. আব্দুল জব্বার।
কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ বই উৎসব অনুষ্ঠিত হয়। আগামী নতুন স্বপ্ন আর শিক্ষা কার্যক্রমের পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করার লক্ষ্যে এগিয়ে যাবে প্রত্যাশা অভিভাবকদের। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গনে।
এ সময় আরো উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য গণপতি বিশ্বাস, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলসহ শিক্ষকমণ্ডলীবৃন্দ।
বই উৎসবে এ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণির উপস্থিত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মশিউর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]