কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে
বার্ষিক পরীক্ষা-২২'র ফলাফল প্রকাশ শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২৯ ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বার।
শুরুতেই প্রধান শিক্ষক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুলের স্বাগত বক্তব্য শেষে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর দিথী খাতুন, এস,এম,সি সদস্য রাধাপদ ঘোষ ও গণপতি বিশ্বাস।
ফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন অভিভাবক শামছুর রহমান, ইয়াছিন আলী, ফারুকুজ্জামান, সহকারী শিক্ষক মশিউর রহমান, আব্দুদ দাইয়ান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, নাছরিন সুলতানা, সাইফুল আলম, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, সমীর কুমার সরকার, অফিস সহকারী আমিরুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ।
আলোচনা শেষে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল।
ঘোষিত ফলাফলে ৯ম শ্রেণি থেকে ১০ম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে বুশরা হোসেন, ৮ম শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে প্রথম হয় অথৈ পাল রিংকু, ৭ম শ্রেণি থেকে ৮ম শ্রেণিতে প্রথম হয় সোহেল তানভীর এবং ৬ষ্ঠ শ্রেণি থেকে ৭ম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে জেরিন তাবাচ্ছুম মেধা।
ফল প্রকাশ শেষে বর্ষসেরা শিক্ষার্থী ৮ম শ্রেণির অথৈ পাল রিংকুসহ ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির ১৩ জন কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক আবুবকর ছিদ্দীক।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]