কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দু’দফায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এসএমসির সভাপতি কেএম আশরাফুজ্জামান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত ষষ্ঠ থেকে অস্টম শ্রেণির অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা।
সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল।
অভিভাবক সমাবেশে শিক্ষার্থী ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ ও মোবাইল ব্যবহারে সতর্কতাসহ নানা বিষয়ে আলোকপাত করেন শিক্ষক-অভিভাবক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।
সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন অভিভাবক খোরদো এম এল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, অভিভাবক শিশু ল্যাব. স্কুলের সহকারী শিক্ষক নুরুল হক, অভিভাবক হাবিবুল আলম, নুরুল আলম, সুমা পাল, আছিয়া খাতুন, রুবিয়া খাতুন, অসীম বিশ্বাস, ফারদিন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, শেখ মহিরুল ইসলাম, আতাউর রহমান, শিক্ষার্থী প্রান্ত কর্মকার অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ।
এদিকে, এর আগে বুধবার সকাল ১০টায় নবম ও দশম শ্রেণির অভিভাবকদের নিয়ে অনুরূপভাবে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। উভয় সমাবেশে বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]