
কামরুল হাসান : কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক আলোচনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর, জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সচেতনতামূলক একাধিক স্লাইড উপস্থাপন করেন কর্মকর্তাদ্বয়। সবশেষে সংশ্লিষ্ট বিষয়ের উপর কুইজ অনুষ্ঠিত হয়। কুইজে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর সুধেন্দু সাহা কাজল, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, সমীর কুমার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]