সাতক্ষীরার কলারোয়ায় লাইসেন্সবিহীন খুচরা সার বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক পাওয়া যাওয়ার ও নির্ধারিত ইউনিয়নে ব্যবসা পরিচালনা না করার অপরাধে দুই সার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বাটরা বাজারের ভ্রাম্যমাণ আদালতের একটি টিম অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করেন।
জরিমানা করা হয় ওই বাজারের সার ব্যবসায়ী মেসার্স রহিম কৃষি ভান্ডার ও মেসার্স রহমাতুল্লাহ ট্রেডার্স কে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সুত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম উপজেলার বাটরা বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালায়। এ সময় ওই বাজারের সার ব্যবসায়ী মেসার্স রহিম কূষি ভান্ডারকে ৫ হাজার টাকা ও মেসার্স রহমাতুল্লাহ ট্রেডার্স কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই ব্যবসায়ীকে ১৫০০০ টাকা জরিমানা করা হয়
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, জালালাবাদ ইউনিয়নের কৃষি উপ-সহকারী ও ভূমি অফিসের প্রণব মন্ডল প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]