কলারোয়া প্রতিনিধি: কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(০২ ডিসেম্বর) স্কুলের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক ইমদাদুল হক। অনুষ্ঠানে বিদায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দিয়ে তাদের জন্য শুভকামনা জানান শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীরাও বিদ্যালয়ের জন্য স্মারক উপহার প্রদান করে। সংক্ষিপ্ত আলোচনাকালে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, নিবিড় অধ্যয়ন ও সুশৃঙ্খল জীবনযাপন সমৃদ্ধ করে শিক্ষাজীবনকে । এটাই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের সোপান। তাঁরা সকলের জীবনের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, স্বপন কুমার দে, আমজাদ হোসেন, শাহ আলম, নার্গিস খানম, রুনা লায়লা, নাছরিন আক্তার, আব্দুল্লাহ আল মামুন, অফিস সহকারী পারভেজ হুমায়ুন কবির, নিয়াজ খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে পঞ্চম শ্রেণির ছাত্রী আয়েশা মনি ও দ্বিতীয় শ্রেণির ছাত্র তাসিন। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা নুরুল হক।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]