সাতক্ষীরার কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২১ এর তফসীল ঘোষণা করা হয়েছে।
সোমবার (০২ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে কলারোয়া সরকারী কলেজের সামনে অবস্থিত সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কর্মকর্তা আজাদুর রহমান খান চৌধুরী পলাশ ও সদস্য সচিব অ্যাডভোকেট মিজানুর রহমান এ ত্রি-বার্ষিক নির্বাচনের তফসীল ঘোষণা করেন।
আগামী (২৭/৩/২১ শনিবার সকাল ৮টা হইতে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয় ইউরেকা তেল পাম্পের পিছনে।
নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
তফসিল ঘোষণার মধ্যে রয়েছে
১। খসড়া ভোটার তালিকা প্রকাশ ২৮/২/২১ বিকাল ৫ টায়।
২। খসড়া ভোটার তালিকার উপর আপত্তি ২/৩/২১ বিকাল ৪টা হতে রাত ৯টা পর্যন্ত।
৩। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৫/৩/২১ বিকাল ৫টা হতে রাত ৮টা পর্যন্ত।
৪। মনোনয়নপত্র বিতরণ ৭/৩/২১ বিকাল ৪টা হতে রাত ৯টা পর্যন্ত।
৫। মনোনয়নপত্র জমা ৯/৩/২১বিকাল
৪টা থেকে রাত ৯টা পর্যন্ত।
৬। মনোনয়নপত্র বাছাই ১১/৩/২১ বিকেল ৫টা হতে রাত ৯টা পর্যন্ত।
৭। মনোনয়নপত্রে আপত্তি গ্রহণ ১২/৩/২১ বিকেল ৫টা রাত ৯টা পর্যন্ত।
৮। মনোনয়নপত্রে আপত্তির নিষ্পত্তি ১৩/৩/২১ সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত।
৯। খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ১৫/৩/২১ বিকাল ৫টা হতে রাত ৮টা পর্যন্ত।
১০। মনোনয়নপত্র প্রত্যাহার ১৭/৩/২১ বিকাল ৫টা হতে রাত ৯টা পর্যন্ত।
১১। প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ১৮/৩/২১ বিকাল ৫টায়।
১২। নির্বাচনের তারিখ ২৭শে মার্চ ২০২১ রোজ শনিবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : kalaroanews33@gmail.com