সাতক্ষীরার কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া ইউরেকা পেট্রোল পাম্পের পাশে অবস্থিত শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনজুরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠ দানের মধ্য দিয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় তিন বছরের আয় ব্যয়ের হিসাব, অশ্রমিক ছাঁটাই, কিভাবে আগামী নির্বাচন সম্পন্ন করা হবে সেই বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সাতক্ষীরা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু।
এসময় শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মজনুর রহমান, যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ সাধারন সম্পাদক আনারুল ইসলাম, শরিফুল ইসলাম, সড়ক সম্পাদক মো. হাসান আলী, জিল্লুল হাসান, হাবিবুর রহমান হাব্বী, সিরাজুল ইসলাম, শ্রমিক নেতা শহীদুল ইসলাম, মোস্তফা ওহিদুজ্জামান ওহিদ, আলমগীর হোসেন আলম, তুহিন হোসেন, নবনির্বাচিত পৌর কাউন্সিলর শফিউল আলম শফি, আসাদুজ্জামান তুহিন, রফিকুল ইসলাম, আলফাজ উদ্দিন, জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী, সাতক্ষীরা সদর উপজেলা শাখার সদস্য সচিব জাহিদ খানসহ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
সাধারণ সভা শেষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়ে আগামীতে সুস্থ ভাবে নির্বাচনের লক্ষ্যে একজন নির্বাচন কমিশনের নাম ঘোষণা পুর্বক আগামী নির্বাচনের দিনক্ষণ ধার্য করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
পরে শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, আমরা বিগত ৩ বছের শ্রমিকদের আয় ব্যয় পুঙ্খানুভাবে হিসাব রেখেছি। দূর্ঘটনায় ও স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করা শ্রমিকদের মৃত্যু ভাতা দিয়েছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]