কলারোয়া প্রতিনিধি: কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুর্দান্ত গতিতে চলছে রেজিস্ট্রেশন কার্যক্রম। " আগামীর পথে চলো একসাথে"- এই স্লোগানে ঐতিহ্যবাহী কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চলমান রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হচ্ছে আজ ১৫ ফেব্রুয়ারি।
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত কলারোয়া সরকারি কলেজ সাফল্যের সিঁড়ি বেয়ে বিপুল কৃতী শিক্ষার্থী গঠনের কারিগর। সেই কলেজের সুবর্ণজয়ন্তী নজরকাড়া আয়োজনে উদযাপনের জন্য একদল প্রাক্তন কৃতী শিক্ষার্থী, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে উদ্যোগ গ্রহণ করেন।
সেজন্য ২০২৩ সালের ১০ নভেম্বর আলোচনা ও সকলের মতামতের ভিত্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও সদস্য সচিব নির্বাচন করা হয় যথাক্রমে কলেজ অধ্যক্ষ প্রফেসর এস,এম আনোয়ারুজ্জামান ও ব্যাংক কর্মকর্তা কাজী আছাদুজ্জামানকে। এছাড়া রেজিস্টার শেখ রেজাউল করিম, ব্যাংক কর্মকর্তা সিজিএম আসাদুজ্জামান মিলন, মোহাম্মদ আসাদ, আজহারুল ইসলামসহ অনেক প্রাক্তন শিক্ষার্থীদের সম্বন্বয়ে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
তাছাড়া বিভিন্ন উপকমিটির গঠনের পাশাপাশি একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। আগামী ১৩ ই এপ্রিল কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ গৃহিণী ও সন্তানদের নিয়ে রেজিস্ট্রেশন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব জানান, ঐতিহ্যবাহী কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী আড়ম্বরপূর্ণ এক সুবিশাল কলেবরের অনুষ্ঠান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। হারিয়ে যাওয়া দুরন্ত তারুণ্যের সোনাঝরা দিনের সহপাঠীদের সাথে এক মহা মিলনমেলা অপেক্ষা করছে সকলের জন্য।
এজন্য সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ১৫ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হচ্ছে। আর কোন ভাবেই রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো সম্ভব নয় বলে আয়োজকরা জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]