মোস্তফা হোসেন বাবলু ও ডা.হাবিবুর রহমান: সাতক্ষীরাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কলারোয়া সরকারি কলেজের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে কলেজ হলরুমে প্রাক্তন ছাত্রদের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত অনেকেই অনুষ্ঠান কিভাবে বাস্তবায়ন করা যায়, কিভাবে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে মতামত ব্যক্ত করেন। এসময় সর্বসম্মতিক্রমে সারাদেশে সরকারি কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী যারা বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে আছে তাদের সাথে যোগাযোগ করে আরো একটি বড় পর্যায়ে সভা আয়োজন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
কলেজের প্রাক্তন ছাত্র ও তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র আমিরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, কলেজের প্রাক্তন ছাত্র বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এডভোকেট ইয়ারুল ইসলাম, কলারোয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, প্রফেসর শশীভূষণ পাল, পাবলিক ইনস্টিটিউটের সেক্রেটারি অ্যাডভোকেট কামাল রেজা, কলেজের সাবেক ভিপি ও কেরালকাতা ইউপি চেয়ারম্যান সম মোর্শেদ আলী, কাজীরহাট কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, শেখ আমানুল্লাহ কলেজের উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমানুল্লাহ, শিক্ষক সাংবাদিক দীপক শেঠ, মুনসুর আহমেদ, আ.লীগ নেতা রবিউল আলম রবি, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক ডা. মো. হাবিবুর রহমানসহ প্রাক্তন শিক্ষার্থীরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]