শেখ মাহমুদুল হাসান, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজে নবাগত ও বিদায়ী প্রভাষকদের ফুলেল শুভেচ্ছায় সম্মাননা জানানো হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারী) কলারোয়া সরকারি কলেজে যোগদান করেছেন ৪৩তম বিসিএসের নবাগত ৩জন প্রভাষক। তারা হলেন- মো: রুবেল সরদার (বাংলা), মো: নাজিম শেখ (উদ্ভিদবিদ্যা) এবং মোছা: সুরাইয়া সুলতানা (রাষ্ট্রবিজ্ঞান)।
এদিকে, বদলিজনিত কারণে এই কলেজ থেকে বিদায় নিয়েছেন অপর ৩জন প্রভাষক। তারা হলেন- মো: জহুরুল ইসলাম (প্রভাষক- বাংলা), মো: আব্দুল কাদের (প্রভাষক- রাষ্ট্রবিজ্ঞান) এবং সরোজ আলী সরদার (প্রভাষক- উদ্ভিদবিদ্যা)।
তারা সবাই বদলি হয়ে অন্যান্য কলেজে পদায়ন হয়েছেন।
জহুরুল ইসলাম এবং আব্দুল কাদের বদলি হয়েছেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে আর সরোজ আলী সরদার বদলি হয়েছেন সাতক্ষীরা সরকারি কলেজে।
কলেজের অধ্যক্ষ এসএম আনোয়ারুজ্জামানসহ উপাধ্যক্ষ ও শিক্ষক পরিষদ সম্পাদক এবং অন্যান্য সিনিয়র শিক্ষকবৃন্দ তাদেরকে সম্মাননা জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]