বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলারোয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) বিকেলে কলারোয়া সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে সংগঠনটির কলেজ সভাপতি ফুয়াদ আল আবরারের পরিচালনায় এবং কলেজ সেক্রেটারি মইনুল ইসলাম ইসলাম ও সাংগঠনিক সম্পাদক তাফহীমুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।
প্রোগ্রামে অতিথি হিসেবে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখেন কলারোয়া পশ্চিম থানা শাখার সাবেক সভাপতি রমিজুল ইসলাম এবং বর্তমান পৌর সভাপতি মুস্তাকিন হোসেন।
বৃক্ষরোপন কর্মসূচিতে প্রায় শতাধিক গাছ বর্তমান চলমান একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।
এছাড়া কলেজ সাংগঠনিক সম্পাদক তাফহীমুল ইসলামের নেতৃত্বে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন জায়গায় ফলজ-বনজ বিভিন্ন ফুল-ফলাদি ও হরেক রকমের গাছ রোপন করা হয়। পরবর্তীতে কলেজ হোস্টেলে কিছু গাছ রোপনের মাধ্যমে প্রোগ্রামটির সমাপ্তি ঘোষণা করা হয়।
কর্মসূচিতে কলেজ ছাত্রশিবিরের অন্যান দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]