দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া সরকারি কলেজের সূবর্ণজয়ন্তী উদযাপনে সাতক্ষীরা শহরে রেজিস্ট্রেশন কার্যক্রমে হেল্পবুথের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারী) বিকালে সাতক্ষীরা আল বারাকা কম্পিউটার মার্কেটের ফ্লোরা কম্পিউটারে ওই বুথ উদ্বোধন করা হয়।
বুথ উদ্বোধনকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কলারোয়া কলেজের প্রাক্তন ছাত্র ও বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমানুল্লাহ হাদী, খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মনোয়ার হোসেন, কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুর রাজ্জাক, ডা. আবুল বাসার, সহকারী অধ্যাপক তপন কুমার মন্ডল, প্রভাষক বিএম ফিরোজ, কলারোয়া সরকারি কলেজের সাবেক ভিপি রফিকুল ইসলাম, জিএম ফাত্তাহ, ফারুক হোসেন, রেজিস্ট্রেশন কমিটির সদস্য সচিব ডা. হাবিবুর রহমান, মাস্টার আরিফুজ্জামান কাকন, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, মোতুর্জা হোসেন, রাজীবুল ইসলাম বীজু, মো. আনাম, উৎস কুমার দাশ, খান মো. শিপন প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করেন সূবর্ণজয়ন্তী প্রচার কমিটির সদস্য সচিব শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।
বক্তারা বলেন, ‘আগামি ১৩ এপ্রিল অনুষ্ঠিতব্য সুবর্ণজয়ন্তী উৎসবে কলারোয়া কলেজ প্রতিষ্ঠা থেকে বর্তমান পর্যন্ত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং তাদের পরিবার অংশ নিতে পারবেন। এলক্ষ্যে আগামি ৩১ জানুয়ারীর মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পাদন করতে হবে।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]