কলারোয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে কলারোয়া সরকারি প্রথমিক বিদ্যালয় শীর্ষে অবস্থান করছে।
উপজেলায় ১৮৩ জন বিভিন্ন গ্রেডে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২৪ জন বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করে। এর মধ্যে ১৭ জন ট্যালেন্টপুলে( সর্ব্বোচ্চ নম্বর প্রাপ্ত) ও সাধারণ গ্রেডে ৭ জন বৃত্তি প্রাপ্ত হয়। বৃত্তি প্রাপ্তদের মধ্যে ছাত্র-৭ ও ছাত্রী-১৭ জন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান জানান, ২০২২' শিক্ষা বর্ষে উপজেলার ১২৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ৫ টি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয় থেকে ৮৫০ জন ছাত্র-ছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করেন।
এর মধ্যে বৃহস্পতিবার(২ মার্চ) ওয়েবসাইটে সংশোধিত প্রকাশিত ফলাফলে উপজেলার ১৮৩ জন ছাত্র-ছাত্রী বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করে। বৃত্তি প্রাপ্তদের মধ্যে ৫৬ জন ট্যালেন্টপুলে( সর্ব্বোচ্চ নম্বর) ও ১২৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়। যার মধ্যে ইউনিয়ন পর্যায়ে ৬ জন ও পৌরসভা ভিত্তিক ওয়ার্ড পর্যায়ে ৬ জন করে কোটা হিসাবে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রী রয়েছেন বলে জানা যায়।
উপজেলা পর্যায়ে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জালালাবাদ, নাকিলা, সিংগা, পাঁচপোতা সহ ইউনিয়ন ভিত্তিক একাধিক বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীরা বৃত্তি লাভ করেছেন বলে প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়। উপজেলার সকল বৃত্তি প্রাপ্ত কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষানুরাগী ব্যক্তিরা আর্শীবাদন্তে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]