কলারোয়া নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সহজে বিদেশে চাকরির প্রলোভনের ফাঁদ পেতে নারী ও শিশু পাচার চক্রের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে দুই কিশোরী নিখোঁজের ঘটনা তদন্তে নেমে এই চক্রের সন্ধান পায় গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশ বলছে, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ভারতীয় সীমান্তের জিরোপয়েন্ট লাগোয়া গ্রাম কেঁড়াগাছি এলাকার আব্দুল হামিদের দুই ছেলের নেতৃত্বে এই মানব পাচার চক্রটি দীর্ঘদিন ধরে অল্প বয়সী নারী ও শিশুদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাচার করে আসছিল। এই চক্রের মাস্টারমাইন্ড আনারুল। আর তার অন্যতম সহযোগী তার আপন বড় ভাই কবির হোসেন। আনারুল গরুর খামারের আড়ালে মানব পাচারের এ চক্রটি চালিয়ে আসছিলেন। আর কবির অটোরিকশা চালক বেশে নারী ও শিশুদের পাচারের কাজ করত। এই চক্রটি অন্তত শতাধিক নারীকে পাচার করেছে বলে জানিয়েছে ডিবি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]