কলারোয়া কেঁড়াগাছি সীমান্ত এলাকা থেকে ৬টি সোনার বারসহ রাশেদুল ইসলাম নামের এক তরুণকে আটক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ৯ নভেম্বর সকাল ৮টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটককৃত রাশেদুল ইসলাম (২৪) কলারোয়ার কেড়াগাছি গ্রামের আনিছুজ্জামানের ছেলে। জব্দকৃত সোনার ওজন ১ কেজি ১০৮ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন আজ সকালে কাকডাঙ্গার গোয়ালচত্ত্বর বাজার এলাকা দিয়ে ভ্যানে করে যাচ্ছিলেন রাশেদুল। এ সময় তাঁকে আটক করে দেহ তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। তল্লাশি চালিয়ে তাঁর গায়ে গামছা দিয়ে পেছানো অবস্থায় ৬টি সোনার বার পাওয়া যায়। জব্দকৃত সোনার ওজন ১ কেজি ১০৮ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা।’
বিজিবি অধিনায়ক আরও বলেন, ‘জব্দকৃত সোনা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। আটককৃত যুবককে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]