নিজস্ব প্রতিনিধি: কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করেছে।
সূত্র জানায়, মঙ্গলবার কাকডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্তের কেঁড়াগাছি ও রাজ্জাকের মোড় নামক স্থানে ভারতীয় ওষুধ, শাড়ি ও বোরকা উদ্ধার করেন। উদ্ধার করা পণ্যের বাজার মূল্য আনুমানিক ২ লাখ ১৪ হাজার টাকা। একই দিনে মাদরা বিওপির সদস্যরা সীমান্তের চান্দা এলাকা থেকে ১লাখ ৪৭ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন।
এছাড়া একই দিনে হিজলদি বিওপির সদস্যরা সীমান্তের বড়ালি গ্রাম থেকে ভারতীয় ওষুধ উদ্ধার করেন। উদ্ধার করা এ ওষুধের আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধার অভিযানের কোনো ঘটনায় আটক হয়নি কেউ।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ উদ্ধার অভিযানের তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]