কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিএইচএমএস কোর্সের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে কলেজের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিস্ট, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের অন্যতম সদস্য ডাক্তার আশিকুর রহমান, মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী ও সাংবাদিক শফিকুর রহমান।
কলেজের অধ্যক্ষ ডাক্তার মো. আব্দুল বারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজের প্রভাষক ডাক্তার সানজিদা আক্তার, ডাক্তার ফাতেমা খাতুন, নবীনদের মধ্যে মো. ওবায়দুল্লাহ, সাবিতুন নাহার প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের সিনিয়র প্রভাষক ডাক্তার মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে নবীনদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ বছরে প্রথম বর্ষে ৫৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]