নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে জাতীয় শোক দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ আগস্ট) বেলা ১১টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ ইউনূস আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, চিকিৎসক ও সংবাদকর্মী ডাঃ শফিকুর রহমান, প্রভাষক ডাঃ আককাজ আলী, ডাঃ মিজানুর রহমান, ডাঃ অমিত রায়, ডাঃ মাহাবুবুর রহমান, ডাঃ ফাতেমা খাতুন, ডাঃ নার্গিস পারভীন সহ শিক্ষক,চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে- আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্য কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ব্লাড গ্রুপিংয়ের আয়োজন সহ যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাঃ হাবিবুর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]