কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে হোমিওপ্যাথিক চিকিৎসকদের সাথে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার বর্তমান পরিস্থিতিতে করণীয় শীর্ষক মতবিনিময় ও চা চক্র অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ১১ টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অডিটরিয়ামে অনুষ্ঠিত ঐ মতবিনিময় ও চা চক্রে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক।
প্রভাষক ডা. হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবু নসর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইউনূস আলী, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, খুলনার কোর্স কো- অর্ডিনেটর মোঃ মোস্তাফিজুর রহমান, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য ডাঃ আশিকুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক মোশাররফ হোসেন, সৈয়দ মেরাজ উদ্দীন, চিকিৎসক ও সংবাদকর্মী শফিকুর রহমান, ডিপলেড ফার্মাসিটিক্যাল কোম্পানির ইনচার্জ কাউসার হোসেন, চিকিৎসক আব্দুল ওহাব, হাসানুজ্জামান, আসাদুজ্জামান, প্রভাষক ডাঃ নার্গিস, ডাঃ ফাতেমা, ডাঃ আফিফা, ডাঃ আবু জাফর সাদিক, অত্র প্রতিষ্ঠানের চিকিৎসক বৃন্দ, শিক্ষকমন্ডলি, ছাত্র-ছাত্রীবৃন্দ কলারোয়ার প্রত্যন্ত অঞ্চলের হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা হোমিওপ্যাথির কল্যাণে বোর্ড কর্তৃক গৃহীত সকল পদক্ষেপের সাথে ঐক্যবদ্ধ থেকে অংশগ্রহণ ও হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]