নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকদের গ্রেফতার, মামলা ও হয়রানির প্রতিবাদে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে কর্মবিরতি পালিত হয়েছে।
বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির নির্দেশনা অনুযায়ী ২৭ ও ২৮ আগস্ট, শনি ও রবিবার কর্মবিরতির প্রথম দিন পালিত হচ্ছে।
এ ব্যাপারে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক বলেন , বিশ্বমানের ও বিজ্ঞান সম্মত চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথি'র চলমান সংকট নিরসনের লক্ষ্যে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড ও হোমিওপ্যাথিক কলেজ শিক্ষক সমিতির নির্দেশনা অনুযায়ী কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজেও পূর্ণ ২ কর্ম-দিবস পাঠদান বন্ধ রাখা হচ্ছে।
চলমান এই জাতীয় সংকট নিরসনে তিনি সরকার ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সহযোগিতা কামনা করেছেন এবং সকল হোমিওপ্যাথিক চিকিৎসক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]