নিজস্ব প্রতিবেদক: কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বন্যার্তদের জন্য আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) সকালে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত ওই দোয়া ও আলোচনা সভা এবং আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এম কামরুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক ও কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা পর্ষদ সদস্য শেখ ফারুক হোসেন,কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ আলহাজ্ব ইউনূস আলী, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আমির হোসেন, পরিচালনা পর্যদ সদস্য ও কাজিরহাট ডিগ্রি কলেজের সহ.অধ্যাপক ডাঃ মোঃ আশিকুর রহমান, পরিচালনা পর্যদ সদস্য ডাঃ মোশাররফ হোসেন, প্রভাষক ডাঃ হাবিবুর রহমান, ডাঃ ফাতেমা খাতুন, পরিচালনা পর্যদ সদস্য ডা.মোঃশফিকুর রহমান, প্রভাষক ডাঃ ফাতেমা খাতুন, প্রভাষক ডাঃ মাহাবুবুর রহমান, প্রভাষক ডাঃ রকিবুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ সেলিনা খাতুন, মাহমুদুল হাসান, প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুরুল কবির সহ প্রতিষ্ঠানে শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বন্যার্তদের জন্য কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক ও শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের ব্যক্তিগত উদ্যোগে গঠিত তাহবিলের অর্থ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- মাওলানা ইয়াসীন আরাফাত।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]