নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক মহাত্মা ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানের ২৭০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকালে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অডিটরিয়ামে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক।
কলেজের প্রভাষক ডাঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় অতিথি ছিলেন ও কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদ সদস্য আলহাজ্ব ইউনূস আলী, প্রতিষ্ঠাকালীন পৃষ্ঠপোষক বিএম আফজাল হোসেন পলাশ, পরিচালনা পর্যদ সদস্য ও সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শেখ ফারুক হোসেন, পরিচালনা পর্যদ সদস্য ডাঃ মোশাররফ হোসেন, পরিচালনা পর্যদ সদস্য ডা.মোঃশফিকুর রহমান, মনিরামপুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, বিশিষ্ট চিকিৎসক হাফিজুর রহমান সহ কলেজের শিক্ষক চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ছাত্র-ছাত্রীবৃন্দ সহ স্থানীয় হোমিওপ্যাথিক চিকিৎসক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ মাওঃ জিয়াউল ইসলাম যুক্তিবাদী
অনুষ্ঠানে বক্তারা হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানের জীবনী ও হোমিওপ্যাথিক চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]