কলারোয়ায় শনিবার যেন লোডশেডিং বার।
শনিবার দিনটা আসলেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধের দিন হিসেবে পরিগণিত হয়ে গেছে। কলারোয়াবাসীকে বিদ্যুৎ বিহীন থাকতে হয় সপ্তাহের এ দিনটিতে।
জানা গেছে, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ প্রতি সপ্তাহে শুক্রবার মাইকিং করেন যে, '৩৩ হাজার কিলো ভোল্টের রক্ষণাবেক্ষণা কাজের জন্য শনিবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।' কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সকাল ৮টা বা ৯টা থেকে রাত ৭টা কখনও, ৮টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এর কারণে জনসাধারণ চরম বিপাকেও ভোগান্তিতে পড়েন। সরেজমিনে দেখা যায়, রাতেও রক্ষাণাবেক্ষন কাজ অব্যাহত রয়েছে।
এ বিষয় সংশ্লিষ্ট দায়িত্বশীলরা জানান, দ্রুত সময়ে রক্ষণাবেক্ষণের কাজ শেষ করার জন্য একটু সমস্যা হচ্ছে।
কাজে নিয়োজিত কর্মচারীরা বলেন, বাড়তি সময়ে কাজ করার কারণে এই অতিরিক্ত লোডশেডিং এর সমস্যা হচ্ছে।
এ বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]