কলারোয়া উপজেলা সিএইচসিপি এ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে আবুল কালাম আজাদ ও এসএম আমিনুর রহমান। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোছাঃ তাসলিমা পারভিন। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহিদ হোসেন।
শুক্রবার (২৯ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য বিভাগের অধীনে কলারোয়া উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত ২৩জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে আবুল কালাম আজাদ পেয়েছেন ১৬ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আবু হাসান পেয়েছেন ৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে আমিনুর রহমান পেয়েছেন ১৩ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন পেয়েছেন ১০ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে তাসলিমা খাতুন পেয়েছেন ১৬ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মাহফুজুল ইসলাম পেয়েছেন ৭ ভোট।
বিষয়টি নিশ্চিত করেছেন এই নির্বাচন পরিচালনাকরা নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এবং এমওডিসি ডাক্তার মাহাদি আল মাসুদ। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম ও প্রধান হিসাব রক্ষক আবুল কালাম আজাদ।
এদিকে, নির্বাচিতদের সাতক্ষীরা জেলা সিএইচসিপি এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচছা জানানো হয়েছে। জেলা সিএইচসিপি এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ নির্বাচন পর্যবেক্ষণ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]