র্যাবের অভিযানে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতের নাম শেখ শাহিন হোসেন (৪৭)।
সে কলারোয়ার রায়টা গ্রামের মৃত শেখ নজরুল ইসলামের ছেলে।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কলারোয়া সরকারি কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র এএসপি মোঃ বজলুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনের পাঁকা রাস্তায় অভিযান চালানো হয়।
এ সময় উক্ত ব্যক্তিকে এক কেজি গাঁজাসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নামে কলারোয়া থানায় মামলা হয়েছে। মামলা নং-২১, তারিখঃ ১০/০৩/২০২১।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]