কলারোয়ার একটি মাদরাসার অসহায় এতিম ছাত্রদের মাঝে ঈদের সামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি দাড়কি ফুরকানিয়া মাদরাসায় ৫০ জন ছাত্রের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঈদের সামগ্রী প্রদান করেন তরুণ সমাজসেবক, কলারোয়া নিউজের সংবাদদাতা ও প্রিমিয়ার ছাত্রসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরি।
প্রতিজনকে ৫'শ গ্রাম সেমাই, ৩'শ গ্রাম চিনি, ১ প্যাকেট নুডুলস, বাদাম ও কিচমিচ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক মাওলান গোলাম কুদ্দুস, হিজলদি পুর্বপাড়া জামে মসজিদের ইমাম ওবায়দুর রহমান, সমাজসেবক কামাল হোসেন, সমাজসেবক আহম্মাদ আলী, তাহের মুন্সি প্রমুখ।
ইমরান চৌধুরি জানান, গরিবের পাশে থেকে ও সাধারণ জনগণকে সেবা করতে সকলকে এগিয়ে আসতে হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]