সিলেট-সুনামগঞ্জের মতোই কুড়িগ্রাম জেলার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন সংগঠক, সমাজকর্মীরা বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষের সহযোগিতায় কাজ করছে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলার সুপরিচিত মুখ, তরুণ সংগঠক ও সমাজকর্মী শেখ আবির এর নেতৃত্বে "দেশ মাতৃ টিম" কুড়িগ্রাম জেলার বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষের সহযোগিতায় কাজ করছে তারা।
আবির তার শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এই "দেশ মাতৃ" টিম তৈরী করেছে এবং বন্যার্তদের সহযোগিতার জন্য তার শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে একটি অস্থায়ী ফান্ড তৈরী করেছে।
সেই ফান্ডের টাকার মাধ্যমে বন্যার্তদের সহযোগিতায় তারা কাজ করছে। আবির এর কাছে ফান্ড সম্পর্কে আরো জানতে চাইলে সে জানায়। তার ড্রোন কেনার জন্য বেশ ভালো অঙ্কের টাকা জমানো ছিলো। আবির ড্রোন না কিনে সেই টাকাটা বন্যার্তদের খাবার বিতরণে ব্যায় করছে এবং তার টিমের এবং সংগঠনের সদস্যরাও তাদের সাধ্য অনুযায়ি এই ফান্ডে অর্থ প্রদান করেছে এছাড়াও আবির এর একান্ত শুভাকাঙ্ক্ষীরা এই ফান্ডে অর্থ প্রদান করেছেন বলে আবির কলারোয়া নিউজ কে জানিয়েছে।
সমাজের যেকোনো সংকটে তরুণ আবির এর গৃহীত কার্যক্রমের কারণে সে বরাবরই সুশীল সমাজে অনেক জনপ্রিয়। আমরা তার মঙ্গল কামনা করছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]