কলারোয়ার কয়লা ইউনিয়নের আলাইপুর ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে ৪-৩গোলে পৌরসভাধীন গদখালি ফুটবল দলকে হারিয়ে সেমিতে উঠেছে মির্জাপুর।
রবিবার (১নভেম্বর) বিকালে আলাইপুর প্রাইমারি স্কুল মাঠে আলাইপুর তরুন সংঘ আয়োজিত ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলার প্রথমার্ধে গোল শুন্য ড্র থেকে মধ্য বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের ২ মিনিটে কলারোয়ার মির্জাপুর ফুটবল দলের ১০নম্বর জার্সিধারী খেলোয়াড় ফাহিম গোল করে দলকে এগিয়ে নেন। ২৩মিনিটে গদখালি ফুটবল দলের ১১নম্বর জার্সিধারী খেলোয়াড় গোল করে দলকে সমতায় থেকে নির্ধাতির সময়ের খেলা শেষ করেন। পরে সরাসরি টাইব্রেকারে ৪-৩গোলে গদখালিকে হারায় মির্জাপুর।
রেফারির দায়িত্ব পালন করেন রুহুল আমিন। তাকে সহযোগিতা করেন আব্দুল মাজেদ ও সাইদুল ইসলাম।
বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, সমাজসেবক আসাদ খান, ক্রিড়াপ্রেমী সাগর, ইমান, আল আমিন, আশরাফুল, আলফাজ প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]