সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনুর দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
২৭ জুন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়রাম্যান নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞতিতে মজনু চৌধুরীর বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, বিগত কলারোয়া পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় গত ১৩ জানুয়ারি কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশনা মোতাবেক সংগঠনের পদ থেকে তাকে বহিস্কার করে জেলা কমিটি। কিন্তু তিনি নির্বাচনের পূর্বেই সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের পরামর্শক্রমে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করে নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]